উপহাদেশের সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। নয় থেকে নব্বই সবাই তার কণ্ঠের ভক্ত। শুধু জনপ্রিয় নয়, তিনি বলিউডের শ্রদ্ধাভাজন সঙ্গীতশিল্পী। আর তাকেই কটাক্ষ করা হলো সামাজিক মাধ্যমে! টুইটারে এক পোস্টের মাধ্যমে অপমান করা হয়েছে লতা মঙ্গেশকরকে। এ নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যমে।

কাবেরী নামের আইডি থেকে টুইটটি করা হয়েছিল। যেখানে লেখা হয়, ‘ভারতীয়দের মগজধোলাই করে এটা বোঝানো হয়েছে যে লতা মঙ্গেশকরের কণ্ঠ ভালো।’

এমন অপ্রত্যাশিত ঘটনার প্রতিবাদ করলেন সংগীতশিল্পী আদনান সামি ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী। টুইট শেয়ার করে আদনান সামি লেখেন, ‘বান্দর কীভাবে আদ্রকের স্বাদ বুঝবে। মুখ খুলে সবার সামনে নিজের নির্বুদ্ধিতা প্রমাণ না করে চুপ করে থাকলে ভালো।’

পরিচালক বিবেক অগ্নিহোত্রী লেখেন, ‘আমি প্রার্থনা করি লতা মঙ্গেশকরের সমালোচকরা পরের জন্মে আমাদের মতো মানুষ হয়।যাতে তারা সৌন্দর্যের মূল্য বুঝতে পারেন।’

শুধু আদানান সামি ও বিবেই নয়, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরাও। গৌরব মিশ্র নামে একজন ‘রং দে বাসন্তী’ ছবির গান শেয়ার করে লিখেছেন, ‘লতা মঙ্গেশকরজির কণ্ঠই সেরা।”

প্রিয়াঙ্কা নামের একজন লেখেন, ‘কাবেরীর মন্তব্যের থেকেও বেশি সমস্যার সেই নির্বোধরা যাঁরা এই টুইটে লাইক করেছে।’

এমআরএম