জনপ্রিয় ব্যান্ড ‘দূরবীন’-এর দলনেতা ও ভোকাল সৈয়দ শহীদ। অন্যদিকে ‘মাটি’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল রেশমী মির্জা। ব্যান্ডের হয়ে দুজনেই উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান। পাশাপাশি একক গান প্রকাশ করেও পেয়েছেন শ্রোতাদের ভালোবাসা।

দুই প্রজন্মের এই দুই সংগীতশিল্পী এবার অতিথি হয়ে আসছেন বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’-এ। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন ইকবাল খন্দকার।

অনুষ্ঠানে শহীদ এবং রেশমী কথা বলেছেন তাদের জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও নিয়ে। তারা জানিয়েছেন তাদের কয়েকটি ভিডিও নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার।

রেশমী বলেন, ‘শহীদ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ ও শিল্পী। তার সঙ্গে অনুষ্ঠানটি করতে পেরে খুব ভালো লেগেছে। আশা করি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।’

‘গান আলাপন’-এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে আগামীকাল শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহজালাল সরদার শিমুল।

আরআইজে