দেশের ব্যান্ড মিউজিকের অন্যতম তারকা সাইদুস খালেদ সুমন দেশে ফিরেছেন। দীর্ঘ ৫ মাস দেশের বাইরে চিকিৎসা গ্রহণের পর গত ৬ আগস্ট দেশে ফেরেন বেজবাবা খ্যাত এই সংগীতশিল্পী। খবরটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সুমন লিখেছেন, ‘অবশেষে ৫ মাস পর দেশে ফিরলাম। এতটা দীর্ঘ সময় ধরে আমি কখনো দেশের বাইরে থাকিনি। আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। স্পাইনের ব্যাথা অনেক কম। আগে ২-৩ মিনিটের বেশি বসে থাকতেই পারতাম না। এখন প্রতিদিন ২-৩ কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারি।’

অনেকটা সুস্থ হলেও পুরোপুরি শঙ্কা কাটেনি বেজবাবার। কারণ তার স্পাইনের সার্জারি করানো লাগবে। তবে সেটা আগামী এক বছরের মধ্যে হলেও চলবে। এ বিষয়ে সুমন লিখেছেন, ‘আমার স্পাইনের সার্জারি লাগবে, কিন্তু সেটা আগামী এক বছরের মধ্যে করলেও চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার খারাপ সময়ে পাশে থাকার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য।’

চলমান করোনাভাইরাসের থাবা থেকে সুরক্ষিত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘পুরো পৃথিবী এখন একটা খারাপ সময় দিয়ে যাচ্ছে, সবাই নিজের দিকে খেয়াল রাখুন। সম্ভব হলে যত তাড়াতাড়ি পারেন ভ্যাক্সিনটা দিয়ে ফেলেন। নিরাপদে থাকুন।’

উল্লেখ্য, বেজবাবা সুমনের শরীরে ইতোপূর্বে বেশ কয়েকবার সার্জারি করতে হয়েছে। ২০১৭ সালে একটি সার্জারির পর ব্যাংককের হাসপাতাল থেকে ফিরছিলেন এই গায়ক। তখন আচমকা একটি গাড়ি ধাক্কা দেয় তাকে। এর ফলে তার স্পাইনাল কর্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর তার শরীরে ৯টি সার্জারি করা হয়। কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হতে পারেননি। সেই জটিলতাতেই এখনো ভুগছেন তিনি।  

অবস্থার অবনতি হওয়ায় গত মার্চের শুরুর দিকে ব্যাংককে যান সুমন। সেখানকার সামিতিভেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর দুবাইয়ের মেডিক্লিনিক হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

কেআই