বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর মারা গেছেন। শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো সংস্কৃতি অঙ্গন। তারকাদের ফেসবুক যেন শোকবইতে রূপ নিয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, তাকে নিয়ে কে কী বলেছেন...   

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ লিখেছেন, ‘ফকির আলমগীরের সাথে রাজপথের আন্দোলনে একসাথে পথচলার নিরবিচ্ছিন্ন ৫২ বছর অন্তে তার বিচ্ছেদে আমি শোকাহত। বিমর্ষ।’

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ফকির ভাই, ভালো থাকবেন। আপনি ছবি তুলতে খুব পছন্দ করতেন। শেষ ছবিটা তোলা হলো না। শ্রদ্ধা।’

সংগীত তারকা বাপ্পা মজুমদার কেবল ফকির আলমগীরের নাম লিখে স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন বিস্ময়বোধক চিহ্ন। যার মানে, এই মৃত্যুতে তিনি হতবাক। 

চিত্রনায়ক নিরব লিখেছেন, ‘গণসংগীতশিল্পী, মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের প্রয়াণে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানাই।’

জনপ্রিয় বাউলশিল্পী কুদ্দুস বয়াতি ফেসবুকে লিখেছেন, ‘গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

নাট্য অভিনেতা সাজু খাদেম লিখেছেন, ‘বিদায় গণসংগীত সম্রাট ফকির আলমগীর।’

সংগীত পরিচালক ইমন চৌধুরী ফকির আলমগীরের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘কীর্তিমানের মৃত্যু নাই। শ্রদ্ধা ও ভালোবাসা।’  

নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘শান্তিতে থাকুন শিল্পী ফকির আলমগীর। একটি যুগের সমাপ্তি।’

জনপ্রিয় ব্যান্ড জলের গান’র পক্ষ থেকে ফকির আলমগীরের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘লাল সালাম মুক্তিযোদ্ধা। আপনি ছিলেন, আছেন, থাকবেন আপন মহিমায়; বাংলা গানের সুরে ও ছন্দে।’

গানবাংলা টিভির কর্ণধার ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস লিখেছেন, ‘শান্তিতে থাকুন প্রিয় ফকির ভাই। সবসময়ের মতো স্বর্গে হাসতে থাকুন। আল্লাহ আপনার মঙ্গল করুন।’

কণ্ঠশিল্পী ও প্রযোজক ধ্রুব গুহ লিখেছেন, ‘করোনার কাছে হেরে চলে গেলেন কিংবদন্তি গণসংগীতশিল্পী আমাদের প্রিয় ফকির আলমগীর ভাই। তার আত্মার চিরশান্তি কামনা করছি।’

কেআই/আরআইজে