তসলিমা নাসরিনকে গান লিখতে বলেছিলেন ফকির আলমগীর
না ফেরার দেশে চলে গেছেন গণমানুষের শিল্পী খ্যাত ফকির আলমগীর। করোনাভাইরাসের সঙ্গে আটদিন লড়াই করে শুক্রবার (২৩ জুলাই) রাতে মারা গেছেন এই নন্দিত কণ্ঠশিল্পী। তার প্রয়াণে দেশ হারাল গণসংগীতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিকে। শোকের ছায়া নেমে এসেছে পুরো সংস্কৃতি অঙ্গনে।
গুণী এই শিল্পীর প্রয়াণে ব্যথিত হয়েছেন আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই গণসংগীতশিল্পীর প্রতি শোক প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
তসলিমা নাসরিন লেখেন, ‘ফকির আলমগীর নেই, কোভিড তাঁকেও নিয়ে গেল! এমন প্রাণচঞ্চল মানুষ সংসারে খুব একটা মেলে না। যখনই দেখেছি তাঁকে, অনর্গল কথা বলতে দেখেছি, প্রাণ খুলে হাসতে দেখেছি, নতুন গান নিয়ে মগ্ন হয়ে যেতে দেখেছি। বয়স তাঁর হয়েছিল, কিন্তু রয়ে গিয়েছিলেন শিশুর মতো; সরল, সহজ এবং দুরন্ত। গাইবার জন্য গান খুঁজতেন, নতুন গান। আমাকেও বলেছিলেন গান লিখতে।’
এই লেখিকা আরও লেখেন, ‘সাতাশ বছর প্রিয় প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়া থেকে আমাকে বঞ্চিত করেছে দেশের শাসকেরা। দূর থেকে প্রিয়দের মৃত্যুর খবর ভেসে এলে বুকের ভেতরে হাহাকারের শব্দ শুনি।
দুঃখী দরিদ্রদের নিয়ে গান বেঁধেছেন চিরকাল। শ্রমজীবী মানুষের জন্য উদাত্তকণ্ঠে গণসংগীত গেয়েছেন। মানুষটিকে লাল সালাম।
নিচের ছবিটিতে ফকির আলমগীর আর আমার মাঝখানে বসে আছেন ডাক্তার রশীদ, একজন সিনিয়র বন্ধু ডাক্তার। ছবিটি আমার শান্তিনগরের বাড়িতে।’
আরআইজে