চলছে মহামারি করোনার সময়। স্থবির এই সময়েও নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন কণ্ঠশিল্পী সাব্বির নাসির। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি উপহার দিয়েছেন একটি ফোক ধাঁচের গান। যেটার শিরোনাম ‘আমি করি তোমার আশা’।

গানটির কথা, সুর ও সংগীতায়োজনে ছিলেন প্লাবন কোরেশি। সাব্বির নাসিরের নিজের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে।

এ গানের ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতুন নূর মুন। যিনি বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’-এ অভিনয় করে আলোচিত হয়েছেন। এছাড়া সম্প্রতি তার অভিনীত ‘কিস অব জুডাস’ নামের একটি ওয়েব সিরিজও মুক্তি পেয়েছে।  

নতুন এই গান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘প্লাবন ভাইয়ের গান তো সুন্দরই হয়। চেষ্টা করেছি প্রাণ থেকে গাওয়ার। জালাল ভাই সুন্দর ম্যান্ডোলিন বাজিয়েছেন। মুন খুব ন্যাচারাল ছিল গানটির সঙ্গে। ইমন, প্রীতুল, তাহসিনের দৃশ্যায়ন চমৎকার হয়েছে। বাংলা গানের জয় হোক।’

অন্যদিকে অভিনেত্রী জান্নাতুন নূর মুন বলেন, ‘সত্যি কথা বলতে মিউজিক ভিডিওতে আমি খুবই কম কাজ করেছি। দীর্ঘ ছয় বছর পর এমন স্বাদের গানের ভিডিওটিতে কাজ করলাম। গানটা যেহেতু ফোক ঘরানার, তাই আমাদের গ্রাম বাংলা সাধারণ একজন মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে আমাকে। গানটির প্রকাশের পর থেকেই চমৎকার সাড়া পাচ্ছি।’

কেআই/আরআইজে