কঙ্গনা রানাওয়াত, ছবি : সংগৃহীত

নারীর প্রতি সহিংসতা রুখতে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেই সঙ্গে ধর্ষকদের রাস্তায় নিয়ে এসে জনসম্মুখে ফাঁসি দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

৩৭ বছর বয়সী অভিনেত্রী এখন ভোপালে ‘ধক্কড়’ ছবির শুটিং করছেন। এক ফাঁকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের স‌ঙ্গে দে‌খা করতে গিয়েছিলেন। সেখানেই সাংবাদিককের কাছে মুখ খোলেন।

ধর্ষকদের উপযুক্ত সাজার কথা বলতে গিয়ে তিনি উদাহরণ টেনে আনেন সৌদি আরবের। কঙ্গনার মতে, সে দেশের মতো অপরাধীদের চৌরাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত।

কঙ্গনা রানাওয়াত, ছবি : সংগৃহীত 

অভিনেত্রী বলেন, ‘অনেক নারী নিজেদের কথা বলতে দ্বিধাবোধ করেন। তাই অনেক যৌন হেনস্থার ঘটনা আমরা জানতেও পারি না। তাদের চুপ থাকার বড় কারণ আমাদের দেশের আইন। ধর্ষকরা জানে যে তারা ঠিক আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিতাদের কেবল প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়। আইন এবং পুলিশের হাতেও হেনস্থা হতে হয় তাদের।’  

উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মিডিয়াতে তার মতামত প্রকাশের জন্য বিশেষভাবে সুপরিচিত।  

এ পর্যন্ত ৩ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি। ২ বার সেরা অভিনেত্রী হিসেবে ও একবার সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। এছাড়াও ৩টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন কঙ্গনা।

আরআইজে