দুই মাস পর হাসি ফিরল ঐশীর মুখে
গত ২৩ এপ্রিল হঠাৎ করেই গায়েব হয়ে যায় সময়ের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশীর ফেসবুক পেজ ‘ঐশী’। এ নিয়ে খুব মন খারাপ ছিল তার। অনেক চেষ্টা করেও এতদিন পেজটি ফেরত না পেয়ে বেশ দুঃশ্চিন্তায় ছিলেন এই গায়িকা।
অবশেষে ঠিক দুই মাস পর হাসি ফিরেছে ঐশীর মুখে। গত ২৪ জুন নিজের ফেসবুক পেজটি ফিরে পেয়েছেন ‘ঐশী এক্সপ্রেস’ তারকা। এর পর থেকে আবারও ভক্ত-শ্রোতাদের সঙ্গে যোগাযোগে সক্রিয় হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ঐশী বলেন, ‘হঠাৎ কোনো এক কারণে আমার ফেসবুক পেজটি ডি-অ্যাকটিভ হয়ে যায়। এরপর বিগত দুই মাস আমি খুব মন খারাপের সময় কাটিয়েছি। পেজটা আবার ফিরে পাবো কিনা, পেলেও সব ঠিক থাকবে কিনা এ নিয়ে খুব টেনশনে ছিলাম। অবশেষে পেজটি ফিরে পেয়ে ঈদের মতো আনন্দ লাগছে! এখন থেকে আবার পেজের মাধ্যমে আমার ভক্তদের জন্য নিয়মিত যোগাযোগ করতে পারব, লাইভে আসব, গান শোনাব, বিভিন্ন আপডেট দেব।’
পেজটি ফিরিয়ে আনতে যারা সহযোগিতা করেছেন তাদের কাছেও অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা।
গানের পাশাপাশি ডাক্তারি পড়াশোনা নিয়েও ব্যস্ত ঐশী। গত বছরের নভেম্বরে তার ‘ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষা’ শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে এখনও স্থগিত হয়ে আছে। করোনা পরিস্থিতি অনুকূলে এলেই শুরু হবে পরীক্ষা। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষা দেওয়ার জন্য মুখিয়ে আছেন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন এই গায়িকা। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। কয়েক মাস আগেই সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আরআইজে