আসছে ঈদুল আজহায় হাসি-আনন্দে মুখর করবে 'লন্ডনি বউ'। নীলাঞ্জনা নীলার সঙ্গে জুটি বেঁধে নাটকটিতে হাসাবেন অভিনেতা জামিল হোসেন।

বুধবার (২৩ জুন) রাজধানীর উত্তরায় শুটিং সম্পন্ন হয়েছে নাটকটির। জামিল-নীলা ছাড়াও এতে অভিনয় করেছেন আমিন আজাদ, আনোয়ার হোসেন, তামান্না প্রমুখ।

গীতিকার, সুরকার ও সাংবাদিক শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন শামীম সিকদার। পরিচালনায় তাজু কামরুল। ক্রাউন এন্টারটেইনমেন্ট ও ক্রাউন ক্রিয়েশনসের ঈদ আয়োজনের অন্যতম নাটক এটি। নির্বাহী প্রযোজক মনিরুল ইসলাম।

নির্মাতা তাজু কামরুল বলেন, ‘শোয়েব চৌধুরীর গল্পের স্টাইলই আলাদা। ইতোমধ্যে তার লেখা গল্প অবলম্বনে অনেকগুলো নাটক নির্মিত হয়েছে। তার গল্পে চমৎকার ম্যাসেজ থাকে। এখানেও বিনোদনের পাশাপাশি একটা ম্যাসেজ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, এই নাটক নিয়ে ব্রিটেন প্রবাসী বাঙালিদের, বিশেষ করে প্রবাসী সিলেটিদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নাটকটির কারিগরী সহায়তা দিয়েছে ক্রাউন ডিজিট্যাল ল্যাব।

এইচকে/আরআইজে