আসছে প্রীতম–পলাশের ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’
‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ আরও বেশ কিছু গান দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলেছেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক প্রীতম হাসান। অভিনয় করেও নজর কেড়েছেন। অন্যদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ফ্যামিলি ক্রাইসিস’সহ আরও কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়ে এখন দর্শকের মুখে মুখে জিয়াউল হক পলাশ।
প্রীতম-পলাশের সম্পর্কটাও দারুণ। মাঝে ‘কাবারের হাড্ডি’ নামে একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছিলেন দুজন। এবার তারা এক হলেন ‘ইউটিউমার’ নামে একটি ওয়েব ফিল্মে। ঠিকই পড়েছেন ওয়েব ফিল্মটির নাম ‘ইউটিউমার’! ইউটিউবকেন্দ্রিক ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে এই সিনেমা। পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব।
বিজ্ঞাপন
নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘প্রীতম ও পলাশের সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার। এই ফিল্মটির গল্প বর্তমান সময়কে ঘিরে। আশা করছি অনেকের ভালো লাগবে।’
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় কেক কেটে ওয়েব ফিল্মটির প্রথম দিনের শুটিং শুরু হয়। কেক কাটার সময় নির্মাতা আদনান আল রাজীব, অভিনেতা প্রীতম হাসান, জিয়াউল হক পলাশ ছাড়াও উপস্থিত ছিলেন এটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, কনটেন্ট অফিসার আদর রহমান প্রমুখ।
ওয়েব ফিল্মটিতে কার করা প্রসঙ্গে অভিনেতা পলাশ বলেন, ‘ইউটিউমারের মতো কনটেন্ট নিয়মিত তৈরি হলে দর্শককে আর অন্য কোনও দিকে যেতে হবে না। ফান, মাস্তিসহ মজার সব ঘটনা দেখা যাবে এতে।’
প্রীতম হাসান বলেন, ‘ইউটিউমারের গল্পটা এতই চমৎকার যে প্রথম শোনাতেই ভালো লেগে যায়। মনে হচ্ছিল কাজটায় ভালো করতে পারবো। তাই সাহস নিয়ে শুরু করলাম।’
আরআইজে