বলিউডের এমন কিছু প্রেমকাহিনি রয়েছে, যা পূর্ণতা না পেলেও রয়ে গেছে দর্শকদের মনে। আর তার মধ্যে অন্যতম হল ওপার বাংলার মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর ভালোবাসা। কখনো সেভাবে তা নিয়ে মুখ খোলেননি কেউই। তবে মিঠুন আর শ্রীদেবীর প্রেম একসময় ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। আর এবার তাদের নিয়ে এক পডকাস্টে মুখ খুললেন পরিচালক করণ রাজদান।

এত বছর পর, ফের চর্চায় উঠে এলেন এই দুই তারকা। মিঠুন এবং শ্রীদেবীর সহ-অভিনেতা, অভিনেতা-পরিচালক করণ রাজদান মুখ খুললেন দুজনের সম্পর্ক নিয়ে। সিদ্ধার্থ কান্ননের সঙ্গে একটি চ্যাটে, করণ জানিয়েছেন যে, হর-হামেশাই ঝামেলা করতেন মিঠুন ও শ্রীদেবী। আর সেটাও নাকি সারা রাত চলত।

করণ রাজদান পডকাস্টে বলেন, ‘সারা রাত ওরা ঝগড়া করত। এখন আর উনি এই দুনিয়াতে নেই, তাই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। মিঠুন দার যে শক্তি আছে, অন্য কারোর নেই।’ 

পরিচালকের কথায়, ‘তিনি সারা রাত জেগে থাকতে পারেন, পরের দিনের জন্য তার নাচের মহড়া দিতে পারেন বা ফোনে ঝগড়া করতে পারেন এবং পরের দিন সকালে সেটে সময়মতো পৌঁছতে পারেন। তিনি খুবই আবেগপ্রবণ মানুষ। ভীষণ খাঁটি মনের মানুষ।’

প্রসঙ্গত, ‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘ওয়াতন কে রাখওয়ালে’ এবং ‘গুরু’-র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন ও শ্রীদেবী। আর সেইসময়ই একে-অপরের প্রেমে পড়েন। মিঠুন অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা সত্ত্বেও, গোপনে বেঁধেছিলেন গাঁটছড়া শ্রীদেবীর সঙ্গে।

এমআইকে