রাজধানীর আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরাতন মাঠে সম্মিলিতভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সুলতানি আমলের মতো ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন।  

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান সুলতানী আমলের ঈদ র‍্যালির আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  

পোস্ট দিয়ে তাশরীফ লিখেছেন, ‘গত কয়দিন যাবত একের পর এক ভালো সংবাদ আর সাথে ঈদ মিলে একটা দারুণ আনন্দের উপলক্ষ্য তৈরী হয়েছে। এই আনন্দ সবার সাথে ভাগাভাগী করে নিতে ঈদের দিন সকালে আমিও আসছি চীন-মৈত্রী মিলনায়তনে (পুরাণ বাণিজ্য মেলার মাঠে)।’ 

তার কথায়, ‘সকাল ৮.৩০ এ ঈদের জামাত শুরু হবে । তার আগেই চলে আসবো। সবার সাথে একসাথে ঈদের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ।’

সুলতানী আমলের কথা উল্লেখ করে তাশরীফ লিখেছেন, ‘নামাজের পরপর সুলতানী আমলের সাথে মিল রেখে যেই র‍্যালি এর আয়োজন করা হয়েছে এটা নিয়ে আমার এক্সাইটমেন্ট বেশি। ভাইব্রাদার, বন্ধুদের নিয়ে দলমত নির্বিশেষে সবাই মিলে চলে আসুন একসাথে আনন্দ করবো। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।’

এমআইকে