সামাজিক মাধ্যমে পোস্টের কারণে বিভিন্ন সময় আলোচনায় আসেন শ্রীলেখা মিত্র। তেমনটা আবারও ঘটল। ফেসবুকে আপেল খাওয়ার একটি ছবি প্রকাশ করেন টলিউডের এই অভিনেত্রী। এরপরই ভাইরাল তিনি। 

শ্রীলেখা ছবি পোস্ট করে লিখেছেন, ‘রোজ একটি করে ইভের আপেল, অ্যাডামদের দূরে রাখে।’ ছবিতে অভিনেত্রীর আপেলে কামড় দেওয়ার ভঙ্গি দেখা যাচ্ছে। 

শ্রীলেখা এই প্রসঙ্গে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘সারাক্ষণ পুরুষদের ঘ্যানঘ্যানানি আর ভালো লাগছে না। কেউ কফি ডেটে যেতে চান। কেউ মুখোমুখি গল্প করার অনুরোধ জানান। এসব আর কত দিন ভালো লাগে।’

শ্রীলেখার ফেসবুক পোস্ট

শ্রীলেখা আরও জানান, ৪০ পেরিয়েও তিনি আগের মতোই রোমান্টিক। কিন্তু হতাশ, এক পুরুষের মধ্যে ভালোবাসার সমস্ত গুণ আর খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, ‘কারও চুমু খাওয়ার ভঙ্গি ভালো লাগে। কারও রোমান্টিক হাসি। কেউ হয়তো খুবই বুদ্ধিদীপ্ত। ফলে, এক এক করে ভালোবাসার পুরুষের সংখ্যা বাড়ছেই। এটা ভালো লাগছে না।’

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে একমাত্র পুরুষের যাবতীয় গুণ খুঁজে পেয়েছিলেন শ্রীলেখা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌমিত্র কাকুর পর এমন এক জনকেও দেখলাম না যার সঙ্গে প্রেম সম্ভব।’

এমআরএম