‘চালচিত্র’ ছবিতে অপূর্বের কণ্ঠস্বর নিয়ে ধোঁয়াশা ভাঙল
ওপার বাংলার প্রেক্ষাগৃহে চলছে প্রতিম ডি’গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’। সেখানে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কিন্তু এই ছবিতে অপূর্বের ‘ভয়েস’ নিয়ে ছিল নানান ধোঁয়াশা। এর কারণও অবশ্য দীর্ঘ।
দর্শকদের একাংশ দাবি করেন, ছবিতে অপূর্বের কণ্ঠস্বরটি ডাব করেছেন টালিউড অভিনেতা সুদীপ মুখার্জী; যেহেতু ছবির শেষে সুদীপকে ভয়েস আর্টিস্ট এর ক্রেডিট দেওয়া হয়। আবার অপূর্বের অনুরাগীদের দাবি, ছবিতে অভিনেতার কণ্ঠস্বরই তারা শুনেছেন।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন প্রতিম ডি’গুপ্ত। সেখানে অবশ্য এই পরিচালক দাবি করেন, অপূর্বের কণ্ঠস্বর সুদীপকে দিয়ে ডাবিং করানো হয়েছিল, এটা সত্যি। তবে শেষ পর্যন্ত অপূর্বের কণ্ঠই রাখা হয়েছে।
আরও পড়ুন
পরিচালকের কথায়, ‘শ্যুটিংয়ের সময় অডিও খুব স্পষ্ট ছিল না। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য তখন অপূর্ব কলকাতায় ডাবিংয়ের জন্য আসতে পারবে কি না, সেটাও বুঝতে পারছিলাম না।’
ছবি মুক্তির কাজ তাড়াতাড়ি সারতেই সুদীপের শরণাপন্ন হতে হন বলে জানান পরিচালক। প্রতিম বলেন, ‘দু’জনের কণ্ঠস্বরের ধরনটা খুব মেলে। সেই ভাবনা থেকেই কাজটা করা। তবে আমি সুদীপদাকে এটাও জানিয়েছিলাম যে অপূর্ব ডাবিং করলে আর সুদীপদার কণ্ঠস্বর রাখা হবে না।’
এদিকে ছবিতে দুই অভিনেতার কণ্ঠস্বর নিয়ে দর্শকের এই কৌতূহল উপভোগ করেছেন সুদীপ নিজেও। এই অভিনেতার দাবি, দু’জনের কণ্ঠস্বরের ধরন এক হলেও অপূর্বের থেকে তার শব্দ উচ্চারণে পার্থক্য রয়েছে। তাই অনুরাগীরা সহজেই বুঝতে পারবেন। এই ছবিতে তার কণ্ঠস্বর রাখা হয়নি বলে মনে কোনো আক্ষেপও নেই বলেও জানিয়েছেন অভিনেতা।
ডিএ