টেম্পু চেপে ছবির প্রচার করছেন কলকাতার অভিনেত্রী মানসী
একটা সময় রিকশা বা টেম্পোতে বসে মাইক হাতে পাড়া-মহল্লায় সিনেমা প্রচার করতে দেখা যেত। এবার সেই পুরোনো কায়দায় নিজের ছবি ‘৫ নম্বর স্বপ্নময় লেন’-এর প্রচার করলেন ওপার বাংলার অভিনেত্রী মানসী সিনহা।
টালিউডের বক্স অফিসে এখন দেবের ‘খাদান’-এর দাপট, পিছিয়ে নেই রাজ চক্রবর্তীর ‘সন্তান’ও। তবে তার মাঝেও ব্যবসা খারাপ হচ্ছে না মানসী সিনহা পরিচালিত ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'।
বিজ্ঞাপন
তবে হলে ছবি চললেও এখনও প্রচার থামাননি নির্মাতারা। কত টিকিট বুকিং হচ্ছে বা দর্শকদের প্রতিক্রিয়া কেমন, সবই সামাজিক মাধ্যমে জানিয়ে দিচ্ছে প্রযোজনা সংস্থা। তবে এবার একেবারে ভিন্নভাবে ছবির প্রচার সারলেন পরিচালক মানসী সিনহা। নির্মাতাদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে তার একটি ভিডিও।
আরও পড়ুন
সেখানে দেখা যায় একটা টেম্পুতে মাইক হাতে বসে রয়েছেন পরিচালক-অভিনেত্রী মানসী সিনহা। তার পাশেই বসে ডাগা প্রোডাকশনের অন্যতম প্রধান মুখ শুভংকর মিত্র। মানসী মাইককে জানাচ্ছেন যে, তাদের ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’ স্টার মল আইনক্স মধ্যমগ্রামে আসছে, সকলে যেন তা দেখতে যান।
প্রসঙ্গত, পুরোনো বাড়ি, স্মৃতি আর শৈশব ফিরে পাওয়া নিয়ে ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অপরাজিতা আঢ্য, অন্বেষা হাজরা, খরাজ মুখার্জী, অর্জুন চক্রবর্তী, পায়েল মুখার্জী, চন্দন সেন-প্রমুখকে।
ডিএ