রুক্মিণী বুঝিয়ে দিলেন তিনিই যোগ্য ‘বিনোদিনী’
‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয় করার জন্য আলাদা করে নাচের প্রশিক্ষণ নিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নতুন নৃত্যশৈলী শিখতে হয়েছে তাকে।
এদিকে প্রকাশ পেয়েছে ‘নটী বিনোদিনী’র প্রথম গান ‘কানহা’। সেখানে অভিনেত্রীকে দেখা যায়, ‘বিনোদিনী দাসি’র ভূমিকায় যে নৃত্যশৈলী পরিবেশন করেছেন রুক্মিণী, তাতে মুগ্ধ হয়েছে নেটিজেনরা।
বিজ্ঞাপন
বাংলার নাট্য দুনিয়ার অন্যতম ‘কাণ্ডারি’র চরিত্রকে আত্মস্থ করতে কোনোরকম প্রশিক্ষণ বাকি রাখেননি রুক্মিণী। মঞ্চে বিনোদিনীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে ব্যক্তিত্ব, নৃত্যশৈলী আত্মস্থ করতে হয়েছে তাকে।
আরও পড়ুন
তারই ঝলক দেখা গেল ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ সিনেমা থেকে মুক্তিপ্রাপ্ত প্রথম গানে। সেই গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল।
ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে লেহেঙ্গা চোলি। অলঙ্কারে বিভূষিতা ‘নটী’ বেশে জলসা মাতাচ্ছেন রুক্মিণী মৈত্র। যেখানে গুরমুখ রাইয়ের ভূমিকায় বিনোদিনীর নৃত্যশৈলী উপভোগ করতে দেখা গেল মীর আফসার আলিকে।
পরিচালক রামকমল মুখার্জি তার পিরিয়ড ড্রামার কাস্টিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বাকিটা দেখতে হলে অপেক্ষা করতে হবে চলতি মাসের ২৩ জানুয়ারি অবধি। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’।
এমআইকে