জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। তার মৃত্যু নিয়ে প্রশ্ন আত্মীয়স্বজন ও ভক্তমহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এবার এ বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী রিয়ানা রহমান পলি।

সাক্ষাৎকারে পলি বলেন, ‘আমি এ মৃত্যুর ঘটনাকে সরাসরি খুন বলবো না। মানুষকে অবহেলায় অযত্নে তিলে তিলে মেরে ফেলা যায়। বিচার বিবেচনায় আমার মনে হয়েছে মানুষটির সঙ্গে অন্যায় করা হয়েছে। সঠিক সময়ে মানুষটি সঠিক চিকিৎসা পায়নি। যার করুন পরিণতি আজকের এ অবস্থা।’

অঞ্জনার পালিত ছেলে মনিকে নিয়ে পলির ভাষ্য, ‘তার কাছের মানুষরা ৪দিন পর্যন্ত অনুরোধ করেছে হাসপাতালে ভর্তি করার জন্য। তবে মনি বলে না সুস্থ হয়ে যাবে।’ 

‘এই যে অবহেলা সে ছেলেটাতো একটা রাস্তার ছেলে ও কীভাবে একটা কিংবদন্তী মর্যাদা ও বুঝবে। ও (মনি) টোকায় টাইপের আমি তো থাপ্পড় মারতার তবে রাগ সংযত করেছি।’

শিল্পীদের সতর্ক করে তিনি বলেন, ‘এখন বর্তমানে যারা শিল্পী আছে আমি বলবো খুব বিচক্ষণ থাকতে হবে সবাই আপন সাজার চেষ্টা করে। সবাইকে আপন ভাবলে চলবে না। আপন হয়ে তোমার ঘরে এস সুঁই হয়ে ফাল পারবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

১৯৭৬ সালে ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। এরপর তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

এমআইকে