বিয়ে নিয়ে যা বললেন তাহসান
জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার তাহসান রহমান খান। তাহসান তার সংগীত ও অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি সমসাময়িক বাংলাদেশি বিনোদন জগতের একজন সফল এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
তাহসান মূলত তার গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ‘ব্ল্যাক’ নামক ব্যান্ডের সদস্য ছিলেন এবং এই ব্যান্ডের মাধ্যমেই তার সঙ্গীত জগতে প্রবেশ। তার প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’ (২০০৪) ব্যাপক সাড়া ফেলে। এরপর সংগীত প্রেমীদের উপহার দিয়েছেন অসংখ্য গান।
বিজ্ঞাপন
এদিকে তাহসানের সঙ্গে জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধের গুঞ্জন উঠেছে। যা নিয়ে নেটিজেনরা তাহসানকে দ্বিতীয় বিয়ের শুভেচ্ছা জানিয়েছে।
আরও পড়ুন
বিয়ের বিষয়ে গণমাধ্যমে তাহসান বলেন, ‘এ বিষয়ে সন্ধ্যায় বিস্তারিত জানাব। একটা ঘরোয়া আয়োজনে ছবিগুলো তোলা। এখনো বিয়ে হয়নি, কোনো আনুষ্ঠানিকতাও হয়নি।’
প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট তাহসান রহমান খান বিয়ে করেন মডেল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যা সন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০ জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
এমআইকে