বাবার বয়সী নায়কের সঙ্গে ‘অশ্লীল নাচ’ কটাক্ষের মুখে উর্বশী
বলিউড সিনেমায় এখন খুব একটা দেখা যায় না অভিনেত্রী উর্বশী রাউতেলারকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। আবার ঋষভ পান্থের সঙ্গে মাঝেমধ্যেই তার নাম জড়িয়েছে।
তবে এবারে তেলুগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এর গানের ভিডিওর জন্য কটাক্ষের শিকার হলেন এ অভিনেত্রী। তেলুগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে যেভাবে অভিনেত্রী নেচেছেন তা বড়ই অশালীন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে নেচেছেন তিনি। নাচের এ ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। বাবার বয়সী নায়কের সঙ্গে এমন ‘অশ্লীল’ নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের নায়িকা। এ ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।
একজন নেটিজেন নাচের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এ কী দেখা যাচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তাও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? এমন জিনিয়াস কোরিওগ্রাফি নিয়ে যিনি আসুন না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত জঘন্য।’
প্রসঙ্গত, তেলুগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ জানুয়ারি সিনেমা হলে ‘ডাকু মহারাজ’-এর মুক্তি পাওয়ার কথা।
এমআইকে