আমি জাহ্নবীর মাকে পছন্দ করি, তাকে না : রামগোপাল
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘ধড়ক’ সিনেমা দিয়ে জাহ্নবীর বলিউডে অভিষেক হয়। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
এদিকে জাহ্নবীর আরেকটি পরিচয় তিনি বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে। অনেক সময় সৌন্দর্য, অভিনয়ের নিরিখে মায়ের সঙ্গে তুলনা করে নেটিজেনরা। তবে কোনও ভাবেই তার মধ্যে শ্রীদেবীর কোনও ছায়া নেয় বলে দাবি করেছেন পরিচালক রামগোপাল বর্মার।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীদেবীকে নিয়ে কথা বলেন পরিচালক। জাহ্নবীর প্রসঙ্গ আসলে কটাক্ষ করে রামগোপাল বলেন, ‘এখনও পর্যন্ত জাহ্নবীর মধ্যে শ্রীদেবীকে দেখতে পাইনি।’
পরিচালক বলেন, ‘নানা ধরনের চরিত্রে কাজ করতে সক্ষম ছিলেন শ্রীদেবী। আমি ওর ছবি পরিচালনা করছিলাম। ওর অভিনয় দেখতাম দর্শকের মতো বুঁদ হয়ে। এই মানের অভিনেত্রী ছিলেন শ্রীদেবী।’
শ্রীদেবীর মেয়ের সঙ্গে কাজ করার কোনও ইচ্ছা নেয় রামগোপালের। পরিচালকের কথায়, ‘আমি মাকে পছন্দ করতাম। মেয়েকে নয়। সত্যি কথা বলতে, পুরো জীবনে এমন অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছি, যাদের সঙ্গে আমার কোনও যোগই তৈরি হয়নি। জাহ্নবীর সঙ্গেও আমার কাজ করার কোনও পরিকল্পনা নেই।’
এমআইকে