প্রকাশ্যে সহ অভিনেত্রীকে থাপ্পড় মারেন নায়িকা
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী অমৃতা রাও। শাহরুখ খান, শাহিদ কাপুর ও মহেশ বাবুর সঙ্গে ছবিতে অভিনয় করেছেন। বলিউড ও দক্ষিণী তারকাদের সঙ্গে পর্দা ভাগ করলেও ইন্ডাস্ট্রিতে তার খুব বেশি উপস্থিতি নেটিজেনদের মাঝে দেখা যায় না।
‘অব কে বরষ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার আত্মপ্রকাশ। ছবিটি বক্স অফিসে হিট না হলেও দর্শকের নজর কেড়েছিল তার অভিনয়।
বিজ্ঞাপন
এরপর শাহিদ কাপুরের সঙ্গে ‘ইশক ভিশক’ ছবিতে অভিনয় করেছেন। তখন থেকেই চর্চায় তিনি। ‘বিবাহ’, ‘ম্যায় হু না’ ছবিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।
আরও পড়ুন
এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে ‘পেয়ারে মোহন’ ছবিতে এষা দেওল, অমৃতা রাওয়ের পাশাপাশি বিবেক ওবেরয় এবং ফরদিন খানও অভিনয় করেছিলেন।
শুটিংয়ের সময় কোনো এক কারণে এষা দেওল-অমৃতা রাও তর্কে জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছায় যে এষা থাপ্পড় মারে অমৃতাকে।
এই প্রসঙ্গে এষা জানিয়েছিলেন, ঘটনা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। অমৃতার যা প্রাপ্য তাই পেয়েছেন। অমৃতা নাকি এষাকে সকলের সামনে অপমান করেছিলেন।
পরে অমৃতা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন এষার কাছে। তার পর সমস্ত মনোমালিন্য মিটমাট হয়ে যায় দুই অভিনেত্রীর মধ্যে।
এমআইকে