বিয়ের পর সোহিনীর নিত্যদিনের সঙ্গী ‘চোখের জল’
চলতি বছরে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের সাজে বেছে নিয়েছিলেন সাবেকিয়ানা। বিয়ের পর থেকেই চর্চায় থাকেন এই জুটি।
কখনও ছুটি কাটাতে গিয়ে, কখনও আবার পরিবারের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্তের সাক্ষী করেন অনুরাগীদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন নিজেদের জীবনের সুখকর মুহূর্তগুলো।
বিজ্ঞাপন
কিন্তু এখনও কটাক্ষ তাদের পিছু ছাড়ে না। দু'জনের প্রাক্তন প্রেম নিয়ে আজও কথা ওঠে নেটপাড়ায়। কিন্তু বিয়ের পর ঠিক কেমন আছেন শোভন-সোহিনী? এর জবাবে বরাবর হাসি মুখেই দিতে দেখা গেছে এই জুটিকে।
কিন্তু সোহিনীর একটি ভিডিও এই মুহূর্তে কৌতূহল বাড়িয়েছে নেটিজেনদের মধ্যে। হঠাৎই চোখের জলে দেখা মিলল অভিনেত্রীর? যা দেখে নেটিজেনরাও চমকে গেছেন।
সোহিনীর শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দু'চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার। কাঁদতে কাঁদতে একপ্রকার নাজেহাল অবস্থা। এসময় অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘মনে হচ্ছে চোখ নয়, কল। জল পড়েই যাচ্ছে।’
আরও পড়ুন
আসলে পেঁয়াজ কাটছেন সোহিনী। বিয়ের পর নিত্যদিন তাকে এই কাজটাই করতে হচ্ছে। তাই পেঁয়াজের ঝাঁজে এমন অবস্থা অভিনেত্রীর। সেটাই ভিডিওতে তুলে ধরলেন তিনি। ক্যাপশনে শোভনপত্নী লিখেছেন, ‘রোজের সঙ্গী’।
ভিডিওর প্রথম ভাগ দেখে তাদের দাম্পত্যে কোনও অশান্তির আঁচ পেলেও, পরক্ষনেই আসল কারণ জেনে যান নেটিজেনরা।
অনেকেই সোহিনীকে ভিডিওর মন্তব্যে পেঁয়াজ কাটার কৌশল শিখিয়ে দেন, যার ফলে আর চোখ জ্বালা করবে না। অনেকেই আবার পুরো বিষয়টি মজার ছলে নিয়ে শোভনকে পেঁয়াজ কাটায় সাহায্য করতেও বলেছেন।
এনএইচ