করোনার সময় ‘মসিহা’ তকমা পেয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। সাধারণ মানুষ যে কোনও সমস্যাতেই তাকে ডেকে সাড়া পেয়েছিলেন। রাজনীতির সঙ্গে যোগাযোগ না রেখেও যে মানুষের জন্য কাজ করা যায়, প্রমাণ করেছিলেন সোনু। 

ভক্ত-অনুরাগী থেকে শুরু করে অনেকেই আশা করেছিলেন, এরপর হয়ত রাজনীতির ময়দানেই অভিনেতার দেখা মিলবে। কিন্তু সোনু নিজেই সেই সব জল্পনা ভুল প্রমাণ করেছেন।

একাধিক মহল থেকে সোনুর কাছে রাজনীতিতে যোগদান করার লোভনীয় প্রস্তাব এসেছে। এমনকি মুখ্যমন্ত্রীর পদ ও রাজ্যসভার আসনের প্রস্তাবও পেয়েছেন সোনু। কিন্তু এই প্রস্তাবেও নিজের অবস্থান থেকে সরে যাননি সোনু। 

সোনু বলেছেন, ‘আমাকে এমনকি মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় উপমুখ্যমন্ত্রী হতে বলা হয়। দেশের অন্যতম প্রভাবশালীরা চেষ্টা করেছিলেন। তারা বলেছিলেন, ‘তোমাকে নির্বাচনে লড়তে হবে না। শুধু রাজনীতিতে যোগ দাও আর আমার সঙ্গে থাকো’।’

অভিনেতার কথায়, ‘অধিকাংশ মানুষই ক্ষমতা ও অর্থের লোভে রাজনীতি করে। এর কোনওটাতেই আমার আগ্রহ নেই। আমি নিজের মতো করে মানুষকে সাহায্য করছি। কাউকে আমার কোনও উত্তর দেওয়ারও নেই।’

শেষে তিনি বলেন, ‘রাজনীতিতে থাকলে অনেক দায় থাকে। সেটা আমি ভয় পাই। মানুষের সাহায্য করার জন্য আমার মুক্ত বাতাসের প্রয়োজন। আমি রাজনীতির বাঁধনকে ভয় পাই।’

এমআইকে