ভালোবাসা দিবসের পরিকল্পনা জানালেন সাফা কবির
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। শোবিজ অঙ্গনে এক দশককেরও বেশি সময় পদচারণা তার। এখন পর্যন্ত দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক, ওটিটি কনটেন্ট। যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এছাড়াও বিভিন্ন রোম্যান্টিক গল্পে কাজ করেও বেশ প্রশংসিত তিনি।
এদিকে চলতি বছর যেমন বিদায় নিচ্ছে, সেই সঙ্গে তারকাদের নতুন বছরের কাজের ব্যস্ততাও বাড়ছে। বিশেষ করে, ভালোবাসা দিবসকে সামনে রেখে রোম্যান্টিক সব গল্পে নির্মিত হতে যাচ্ছে বিভিন্ন নাটক। সেক্ষেত্রে ব্যতিক্রম নন সাফা কবিরও; ভালোবাসা দিবস নিয়ে আপাতত নাটকর শ্যুটিং নিয়েই অভিনেত্রীর ব্যস্ততা।
বিজ্ঞাপন
সম্প্রতি বেশ কয়েকটি নাটকের শ্যুটিং করছেন সাফা কবির। তার মধ্যে ভালোবাসা দিবস উপলক্ষ্যে দুটি নাটক থাকছে বলে জানা গেছে। তবে ভালোবাসা দিবসে তারকারা নতুন নাটক-সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে দিবসটি কতটা উদ্যাপন করেন, তা জানার আগ্রহ রয়েছে অনুরাগীদের। এক সাক্ষাৎকারে তেমনই এক প্রশ্নের মুখে পড়েন সাফা কবির। সেখানে অভিনেত্রী জানান ভালোবাসা দিবসে তার একান্ত পরিকল্পনার কথা।
আরও পড়ুন
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে সাফাকে বলতে শোনা যায়, এখনও ওরকম কেউ নেই যার সঙ্গে ভালোবাসা দিবসে ডেটে যাবেন। অভিনেত্রীর কথায়, ‘এমন কোনো পরিকল্পনা নেই। ভ্যালেন্টাইন্স ডে তে কারো সঙ্গেই ডেটে যাচ্ছি না। তবে আমি আশা করি, এবার ভালোবাসা দিবসে আমি আমার বন্ধু ও পরিবারের সঙ্গেই কাটাব।’
ভালোবাসা দিবসের জন্য এখন পর্যন্ত একটি নাটকের শ্যুটিং সম্পন্ন করেছেন সাফা কবির। তবে সামনে দর্শকদের জন্য আরও চমক রেখেছেন বলেও সেই সাক্ষাৎকারে জানান সাফা কবির।
ডিএ