‘তুমিই আমার সব’ রণবীরকে ‘স্বামী’ রূপে পূজা ভক্তের
জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ভক্ত-অনুরাগীদের কাছে প্রিয় বিয়ার বাইসেপস। ভারতের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের মধ্যে একজন তিনি। তার শো-এ চলচ্চিত্র, রাজনীতি এবং ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের আসতে দেখা যায়।
তবে রণবীরের একজন এমন ভক্ত রয়েছেন যার এক কাজ দেখে অবাক নেটিজেনরা। রণবীরের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর রোহিনী আরজু। তার ইনস্টাগ্রাম টাইমলাইনে দেখা গেছে রণবীরকে ‘স্বামী’ রূপে পূজা করতে৷ ছবি এবং ভিডিয়োগুলোয় নানা প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রামে রোহিনীর আপলোড করা একটি ভিডিওতে দেখা গেছে কনের সাজে রোহিনী। করবা চৌথের বিশেষ দিনে রণবীরের জন্য পূজা দিচ্ছেন তিনি। এমনকি ছবির সামনে দাঁড়িয়ে মাথা নীচু করে আশীর্বাদ গ্রহণ করেছেন।
আরও পড়ুন
ছবির সামনে পানি এবং মিষ্টি রাখা। ক্যাপশনে লিখেছেন, ‘অনেক মানুষ আমাকে নিয়ে মজা করতে পারে। কিছু লোক আমাকে পাগলও ভাবতে পারেন। কিন্তু আমি তোমাকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসি রণবীর।
‘আমি জানি না তুমি কখনও আমার হবে কি না, তুমি আমাকে মেনে নেবে কি না, অথবা তুমি আমাকে বিয়ে করবে কি না। আমি ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানি না। আমি শুধু জানি তোমার প্রতি আমার ভালোবাসার কথা।’
এমনকি, রোহিনী অন্য কাউকে বিয়ে করবেন না বলেও কথা দিয়েছিলেন বলে জানিয়েছেন। কারণ তিনি রণবীরের জন্যই নিবেদিত প্রাণ। এবং শুধু তাকেই জীবনে স্বামী বলে মেনে নেবেন।
এমআইকে