যিশুর সাফল্যের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার
বক্স অফিসে মুক্তি পেয়েছে দেব-যিশু অভিনীত সিনেমা ‘খাদান’। মুক্তির তিনদিনের মধ্যে কয়েক কোটি টাকা আয় করেছে এ সিনেমাটি। তবে ছবির সাফল্য যখন জমিয়ে উপভোগ করছেন অভিনেতা যিশু সেনগুপ্ত তখন নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ার ইঙ্গিতপূর্ণ একের পর এক পোস্ট দিচ্ছেন যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
ভক্তদের মাঝে গুঞ্জন দুই মেয়েকে নিয়েই এখন নীলাঞ্জনার জীবন। যদিও এ বিষয়ে দু’জনের কেউই মুখ খোলেননি কখনও। তবে নীলাঞ্জনার পোস্ট দেখে অনেকেই মনে করছেন, যিশুকে উদ্দেশ্য করেই তার এই লেখা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অভিনেত্রী লিখেছেন, ‘আমি মানুষের ব্যাপারে একটা জিনিস বুঝেছি, একবার যে কাজটা করেন সেটা বার বার করেন।’ পোস্টে কারও নাম উল্লেখ না করলেও এটা বুঝতে কারও অসুবিধা হচ্ছে না যে তার ইঙ্গিত অভিনেতার দিকেই।
এদিকে সেনগুপ্ত পদবি নামের পাশ থেকে সরিয়ে দিয়েছেন নীলাঞ্জনা। বরং নিজেকে তার দুই কন্যা ‘নিনি চিনিজ এর মাম্মা’ হিসেবে পরিচয় দিতেই বেশি আগ্রহী তিনি।
সম্প্রতি নীলাঞ্জনা আরেক পোস্টে লিখেছিলেন, ‘সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা সবচেয়ে অসম্মানজনক কাজ। যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না হও, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো।’
এমআইকে