ওবামার পছন্দের তালিকায় যেসব সিনেমা
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী শেষ হয়ে এল আরও একটা বছর। এরই মধ্যে সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে ২০২৪ সাল ফিরে দেখা। এ তালিকা থেকে বাদ পড়েননি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে ওবামা ভাগ করে নেন ২০২৪ সালে দেখা তার সেরা কিছু ছবির নাম। আর সেখানেই উল্লেখ রয়েছে পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইফ’।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শুধু তাই নয় ওবামার পছন্দের তালিকায় একেবারে প্রথম নামটিই পায়েল কাপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইফ’। এরপরে রয়েছে ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’, ‘ডিউন: পার্ট টু’, ‘ডিডি’, ‘সুগারকেন’, ‘আ কমপ্লিট আননোন’।
এক্স হ্যান্ডলে এই তালিকার উপরে লেখা রয়েছে, ‘২০২৪ সালে বারাক ওবামার পছন্দের ছবি’। ক্যাপশনে লেখা, ‘কয়েকটি ছবি যা এই বছর দেখে ফেলার পরামর্শ দেব।’
গত মে মাসে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবির জন্য গ্রাঁ প্রি সম্মান পান ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া। প্রায় তিরিশ বছর পর কোনও ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের প্রথম সারিতে মনোনয়ন পেয়েছিল এই বছর।
এমআইকে