অপূর্বকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার, যা বললেন অভিনেতা
দেশের সরকার পরিবর্তনের পর বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার ও উসকানিতে উঠে-পড়ে লেগেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। জাতীয় ইস্যুর পাশাপাশি তাদের গণমাধ্যমের মিথ্যাচারের কবলে পড়ছে দেশের শোবিজ অঙ্গনও।
এইতো, দিন কয়েক আগে অভিনেতা চঞ্চল চৌধুরীকে ‘গৃহবন্দী’ করে রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিন। তা শুনে হতবাক বনে যান চঞ্চল। জানান, বিষয়টি পুরোপুরি মিথ্যা; সেই পত্রিকা তার কোনো বক্তব্য না নিয়েই মনগড়া সংবাদ প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
এ ঘটনার সপ্তাহ খানেকের মাথায় আরও এক মিথ্যাচার উঠে এল সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে। এবার সেই মিথ্যাচারের শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভিসা থাকা সত্ত্বেও এক সিনেমার প্রিমিয়ারে অপূর্ব যেতে পারেননি একটাই কারণে।
আরও পড়ুন
সে কারণ হিসেবে ছাপা হয়, ‘প্রায়শই নাকি হুমকি মিলছে সেখানকার (বাংলাদেশের) তারকাদের। সেই কারণে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম ছবির প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব।’
গায়েবি সুত্রের বরাতে দেওয়া আনন্দবাজারের এই প্রতিবেদনের খবর পেয়ে রীতিমতো হতবাক স্বয়ং অপূর্ব। এক মুঠোবার্তায় দেশের গণমাধ্যমে জানিয়ে দেন, তিনি বিস্মিত, এমনকি বিষয়টি তার মন খারাপ করে দিয়েছে। অপূর্বর কথায়, ‘যাওয়ার ইচ্ছা ছিল, তবে শ্যুটিংয়ের ব্যস্ততার কারণেই ভারতে যাওয়া হয়নি। আমার না যাওয়ার কারণ হিসেবে ভারতীয় মিডিয়ায় যেটি উল্লেখ করা হয়েছে, তা সত্য নয়।’
উল্লেখ্য, শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘চালচিত্র’। সেখানেই যাওয়ার কথা ছিল তার। এই দারুণ উপলক্ষ্য দূরে বসেই উদযাপন করেছেন তিনি। জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে কিছুটা দূরে রাজশাহীর এক প্রত্যন্ত অঞ্চলে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা, ফলে ভারতে যেতে পারেননি তিনি।
ডিএ