মেহজাবীন চৌধুরীর অভিনীত ২য় সিনেমা ‘প্রিয় মালতী’ ঢাকাসহ দেশজুড়ে ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীনের একটি ছবি নেটিজেনদের নজর কেড়েছে। 

একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা ছবিতে দেখা যায়, ভক্তদের জন্য নিজের সিট ছেড়ে দিয়ে সিনেমাহলের সিঁড়িতে বসে সিনেমা উপভোগ করেছেন মেহজাবীন।

সেই পোস্ট অভিনেত্রী তার টাইমলাইনে শেয়ার করেছেন। সেখানে কমেন্ট বক্সে সানজিদা আক্তার লিখেছেন, ‘বেচারি পাবলিকের চোখে ভালো সাজতে এদের যে কত নাটকই করতে হয়।’

নুসরাত জাহান নামে আরেক নেটিজেনের কথায়, ‘বাঙালি এইসব আর খায়না আপু।’ আরেকজনের ভাষ্য, ‘ভক্তরা আপনার জন্য একটা সিট ছাড়তে পারলো না এটা বললে তো হতো।’

‘শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। 

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

এমআইকে