সংসার ভাঙা সহজ নয়, অনুপমের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে পিয়া
সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর ডিভোর্স নিয়ে বিতর্ক হয়েছে। ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। তবে এত বিতর্কের মাঝে চুপ থাকাই ঠিক বলে মনে করেছিলেন পিয়া।
বর্তমানে অবশ্য তারা দুজনেই খুশি। পিয়া ঘর বেঁধেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে অনুপম সংসার পেতেছেন সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের সঙ্গে।
বিজ্ঞাপন
এদিকে সদ্য প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন পরমব্রত এবং পিয়া। বিয়ের এক বছর পরে ডিভোর্স বিতর্ক নিয়ে কথা বললেন পরমব্রতের প্রাক্তন স্ত্রী।
সম্প্রতি ‘স্ট্রেটআপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসাবে এসেছিলেন পিয়া। সেখানেই তাকে অনুপমেপর সঙ্গে ডিভোর্স কেন্দ্র করে আলোচনা-সমালোচনা নিয়ে প্রশ্ন ওঠে। যেখানে তিনি স্পষ্ট জবাব দেন, সংসার ভাঙা বা বিচ্ছেদ এত সহজ নয়।
আরও পড়ুন
পিয়া বলেন, ‘সকলের এটা বোঝা উচিত যে দু’জন মানুষই একছাদের নিচে থাকতে যেয়ে কোনও না কোনও কারণে যখম হয়েছে। ডিভোর্স বা ব্রেকআপ দুজনের কারও পক্ষেই মেনে নেওয়া খুব একটা সহজ নয়।’
পরমব্রতের প্রাক্তন স্ত্রী আরও বলেন, ‘এর আগে আমরা কেউই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলিনি। বা প্রকাশ্যে কিছু বলতে চাইনি। মানুষের এই সিদ্ধান্তকে সম্মান দেওয়া উচিত।’
ডিভোর্সের খবর প্রকাশ্যে আসার পর অনুপম এ বিষয়ে কথা বললেও চুপ ছিলেন পিয়া। এ প্রসঙ্গে তিনি জানালেন, তিনি নিজের ডিভোর্স বা সম্পর্ক ভাঙা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লিখবেন তেমন তাগিদ অনুভব করেননি। কারণ সোশ্যাল মিডিয়ার ওপর তার কোনও ভরসা নেই।
এনএইচ