টলিউড পরিচালক সৌম্যজিৎ আদক। ‘তিলোত্তমা’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন। ‘গুলদস্তা’ ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারও ছিলেন সৌম্যজিৎ। এবার এই পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

ওই অভিনেত্রীর অভিযোগ, কাজ দেওয়ার কথা বলে রবীন্দ্র সরোবর এলাকার একটি বুটিক ব্যবসার সঙ্গে যুক্ত সৌম্যজিৎ। সেখানেই তাকে ডেকে শারীরিকভাবে হেনস্তা করেন পরিচালক। 

পুলিশের তরফে জানানো হয়েছে, উঠতি ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে সৌম্যজিৎ আদকের বিরুদ্ধে। বর্তমানে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘যদিও টলিউড পরিচালক প্রাথমিকভাবে ওই উঠতি অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করছেন। তবে পুলিশ তার সত্যতা যাচাই করে দেখছে।’

প্রসঙ্গত, সৌম্যজিতের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য এই প্রথমবার ওঠেনি। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার এধরনের নানা অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। তবে তখন থানা-পুলিশ হয়নি। কিন্তু এবারের ঘটনায় বিপাকে পড়েছেন তিনি।

এমআইকে