ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান। এরপর নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়েছেন।

এদিকে জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ ছবিতে ভিন্ন পরিচয়ে ধরা দিতে চলেছেন শবনম বুবলী। এবারই প্রথম নেতিবাচক চরিত্রে পর্দায় আসছেন তিনি। ঢাকার পাশেই এক জায়গায় ছবিটির মারপিটের দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন এ অভিনেত্রী।

গণমাধ্যমকে ছবির বিষয়ে প্রযোজক শিমুল খান বলেন, ‘প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প নিয়ে এ সিনেমা তৈরি করা হবে। একেবারে নতুন ভাবে পর্দায় শবনমকে দেখা যাবে।’ 

এই ছবিতে বুবলীর সহশিল্পী হিসেবে রয়েছেন আদর আজাদ। এদিকে কক্সবাজার ও রামুতে নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং শুরু হয়। এর আগে তারা দুজন ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি ছবির শুটিং করেছেন।

উল্লেখ্য, বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। 

এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলীকে নির্বাচন করা হয়।

এমআইকে