অমিত শাহকে ‘হনুমান’ আখ্যা দিলেন বরুণ ধাওয়ান
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার দেশের ‘হনুমান’ আখ্যা দিয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। অভিনেতার আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে ব্যস্ত বরুণ। সেই ছবি ঘিরেই এক আলোচনাসভায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ উঠে। অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্য দিকে রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন।
বিজ্ঞাপন
এই উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, ‘মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি দেশের হনুমান। কারণ আপনি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করেন।’
আরও পড়ুন
‘অভিনেতারাও সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আপনি কত সহজে স্পষ্ট উত্তর দিলেন। এর থেকেই বোঝা যায়, আপনি মন থেকেই কথাটা বললেন।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংলাপের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। নিন্দকদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন। আরেকজনের ভাষ্য, নজর কাড়ার জন্য কত চেষ্টাই না করতে হচ্ছে।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেবি জন’। এই প্রথম ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করেছেন বরুণ। ছবিতে জ্যাকি শ্রফ, ওয়ামিক গাব্বি, কীর্তি সুরেশও অভিনয় করেছেন। সালমান খানেরও একটি ক্যামিয়ো রয়েছে এই ছবিতে।
এমআইকে