ফারুকীর ‘৮৪০’ দেখা যাবে যেসব সিনেমা হলে
বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। অবশেষে ছবিটি দেখার অপেক্ষার অবসান ঘটল। গত শুক্রবার থেকে দেশের মানসম্মত ১৫ টি সিনেমা হলে দেখা যাচ্ছে রাজনৈতিক বিদ্রুপধর্মী এই সিনেমা।
২০০৭ সালে ফারুকী নির্মাণ করেছিলেন নাটক ছিল ‘৪২০’। সে সময় দর্শকদের মাঝে এটি ব্যাপক সাড়া ফেলে। এবার ‘৪২০’-এর ডাবল আপ ‘৮৪০’ সিনেমা দেখছে দর্শকেরা। যে কারণে ছবিটি আলোচনায়। এছাড়াও ‘৮৪০’-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো ইতোমধ্যে শোরগোল তৈরি করেছে দর্শকদের মাঝে। ফলে ধারণা করা যাচ্ছে, প্রেক্ষাগৃহ থেকেও দর্শকেরা সিনেমাটি উপভোগ করবেন।
বিজ্ঞাপন
জানা গেছে, দেশের সবচেয়ে আধুনিক মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ঢাকার ব্লক বাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমা, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, বগুড়ার মম ইন এবং পাবনার রূপকথায় সিনেমাটি দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে।
আরও পড়ুন
এর আগে গত বুধবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। সেখানে ছিবির কলাকুশলীদের সঙ্গে ছবিটি উপভোগ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ আরও অনেকেই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকে। ছবিয়াল প্রোডাকশন থেকে এই সিরিজটির প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহ প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর।
ডিএ