আসছে ভিকি-নিশোর নতুন সিরিজ

পর্দার দুইপাশের দুই নক্ষত্র ভিকি জাহেদ ও আফরান নিশো। ভিন্নধর্মী গল্প নির্মাণের মধ্য দিয়ে অনবদ্য চরিত্র উপস্থাপন করে খ্যাতি কুড়িয়েছেন তারা। এখন পর্যন্ত বেশ কয়েকটি থ্রিলারধর্মী নাটক, ওয়েব ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন ভিকি-নিশো। এবার নতুন খবর, শীঘ্রই তাদের কাছ থেকে আরও একটি ওয়েব সিরিজ পেতে যাচ্ছেন দর্শকরা।

তরুণদের কাছে নির্মাতা হিসেবে যেমন ভিকির জনপ্রিয়তা রয়েছে, অভিনেতা হিসেবেও দর্শকপ্রিয়তার প্রথম সারিতে রয়েছেন আফরান নিশো। জুটি বেঁধে তাদের কাজ খুব সাদরেই গ্রহণ করেন দর্শকরা। বলা যায়, এই দর্শকপ্রিয়তা সৃষ্টির একে অন্যের কারিগর ভিকি-নিশো।

তবে অনেকদিন ধরেই একসঙ্গে তাদের কোনো কাজে দেখা যাচ্ছিল না। দুজনেই দুদিকে ব্যস্ত। নিশো ব্যস্ত তার নতুন সিনেমা নিয়ে, আসন্ন সিনেমার নামও জানিয়ে দিয়েছেন। আবার এরই মধ্যে আরেক সুখবর নিয়ে হাজির নির্মাতা ভিকি।

সদ্যই গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভিকি জানালেন, পরের কাজে নিশোকে নিয়েই ফিরছেন নির্মাতা। ভিকির কথায়, ‘নিশো ভাই বললেন, অনেক দিন দুজনের কাজ হচ্ছে না। একটা সিরিজের গল্প ফাঁদতে আলোচনা করে সব চূড়ান্ত করলাম। ‘দাগি’ ছবির শ্যুটিংয়ের পরই নাম ঠিক না হওয়া সিরিজের শ্যুটিং করব।’

উল্লেখ্য, ভিকি জাহেদ ও আফরান নিশোর হিট নাটক, সিরিজগুলোর মধ্যে রয়েছে- ‘পুনর্জন্ম’, ‘জন্মদাগ’, ‘দ্বিতীয় সূচনা’, ‘রেডরাম’, ‘চম্পা হাউস’, ‘চিরকাল আজ’ অন্যতম।

ডিএ