গত বছরের ডিসেম্বরে বিয়ে করেছেন ওপার বাংলার অভিনেত্রী সন্দীপ্তা সেন ও সৌম্য মুখার্জি। এদিকে প্রথম বিবাহবার্ষিকী নিয়ে ভারতীয় গণমাধ্যমে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সন্দীপ্তা সেন। যেখানে পারিবারিক ও বিবাহ পরবর্তী জীবন নিয়ে কথা বলেছেন। 

সন্দীপ্তা সেন বলেন, ‘দাম্পত্য জীবনের প্রথম বছর খুব ফিরে দেখতে ইচ্ছে করছে। গত একটা বছর আমাদের ভালোই কেটেছে। আনন্দের সময় কেটেছে। দু’জন দু’জনকে সারাক্ষণ আগলে রাখি। চেষ্টা করি, কীভাবে একে অন্যকে আরও ভালো রাখতে পারি।’ 

‘তারপরেও আজ সৌম্যকে ঘিরে আমার আলাদা ব্যস্ততা। বিয়ের জন্মদিন বলে কথা। আমি তো বেনারসি পরবো। সৌম্য ফর্মাল কিছু পরবে বলেছে। খুব কাছের কিছু মানুষকে নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন।’

আমরা খুবই ‘প্রাইভেট পার্সন’ উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমাদের আলাপ, প্রেম, ভালোবাসার সবকিছু অবশ্য বিনোদন দুনিয়া। কিন্তু আমরা খুবই ‘প্রাইভেট পার্সন’। ব্যক্তিজীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। এখানে আমাদের পেশাজীবন ছায়া ফেলে না। বলতে পারেন, আমরাই ফেলতে দিই না। একই কথা পেশাজীবনের ক্ষেত্রেও।’

তার কথায়, ‘সৌম্য সংস্থার বাণিজ্যিক দিক দেখে। ওর হাতে কিন্তু অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের দায়িত্ব নেই। আর থাকলে অথবা ও কাউকে নির্বাচন করলে সেটা ব্যক্তিগতই রাখে। এসব ব্যাপারে সৌম্য খুবই কড়া। আর আমিও দর্শকের ভালোবাসায় ১৬ বছর থেকে অভিনয় করছি। কাজের জন্য স্বামীর উপরে নির্ভর করতে হবে না।’

শেষে সন্দীপ্তার ভাষ্য, ‘অবসরে পেশাজীবনকে সরিয়ে দাম্পত্যে মেতে থাকি। কখনও আমি রান্না করি, কখনও সৌম্য। আমার রান্না করা মুরগির মাংস চেটেপুটে খায়। আবার রান্নার সময় সাহায্যও করে। ও আমাকে কখনও একা রান্নাঘরে থাকতে দেয় না। একই ভাবে সৌম্যের ক্ষেত্রে আমিও তা-ই করি। আমার অন্ধ্র বিরিয়ানি খুব পছন্দের। কিন্তু বাড়িতে ওই পদ রাঁধা যায় না। সৌম্য তাই অন্ধ্র পোলাও রাঁধে এবং ব্যাপক রান্না করে।’

এমআইকে