দেশের রক ধারার অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল-এর সাবেক সদস্য ও লিড গিটারিস্ট এরশাদ জামান। ‘অন্য সময়’ , ‘অনিকেত প্রান্তর’ অ্যালবামে গিটারিস্ট হিসেবে ছিলেন। 

‘তবু এই দেয়ালের শরীরে, যত ছেড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার, যত উদ্ভাসিত আলোর রং।’ মতো গান এখনও সংগীতপ্রেমীদের মনের অনুভূতি রাঙাতে পারে। 

আর্টসেলের হয়ে দীর্ঘদিন ইলেকট্রিক গিটার বাজানো এই তারকা এখন একক সংগীত নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সংগীত নিয়ে তার পরবর্তী ভাবনার বিষয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন এরশাদ জামান। 

নতুন আঙ্গিকে ৫ সদস্য নিয়ে ‘ইজেড’ নামে নতুন ব্যান্ড নিয়ে আসছে আর্টসেল-এর সাবেক সদস্য ও লিড গিটারিস্ট এরশাদ জামান। 

তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা নতুন ধারায় ‘ইজেড’ নামে ব্যান্ড নিয়ে আসছি। ইতোমধ্যে চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহীতে কনসার্ট করা হয়েছে।’

‘ইজেড’ ব্যান্ডের কর্ণধার এরশাদ জামান তাদের পরবর্তী ভাবনার বিষয়ে বলেন, ডিসেম্বরে সংগীতপ্রেমীদের জন্য আমাদের ব্যান্ড থেকে নতুন গান রিলিজ করা হবে। পরবর্তীতে বড় পরিসরে এককভাবে কনসার্টেরে আয়োজন করা হবে। 

এরশাদের কথায়, ‘আমি ব্যক্তিগত ভাবে ২০ বছর থেকে বিভিন্ন হিট গান প্রডিউস করেছি। দর্শকরা ভালো গান পাবে আমাদের থেকে। আশা করি ভালো ভালো গান উপহার দিতে পারবো।’ 

তিনি জানান, একটি পূর্ণাঙ্গ অ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যা আগামী বছর প্রকাশ করা হবে। ‘ইজেড’ ব্যান্ডের অন্য সদস্যা হলো- ভোকালিস্ট অজয় বণিক, ২. গিটারিস্ট মাহিন ইরতিসুম ৩. বেইজিস্ট ফয়সাল ইফতেখার ৪. ড্রামস দীপালোক দীপ।

এমআইকে