অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-কেবিসি। কেবিসি ১৬-এর আগামী পর্বে দেখা যাবে অভিনেতা অভিষেক বচ্চন, সুজিত সরকার এবং লেখক অর্জুন সেনকে। 

‘আই ওয়ান্ট টু টক’-ছবির প্রচারে এবার এই গেম শো-তে হাজির হতে চলেছেন এই তিনজন। সেখানেই ৭ কোটি টাকা জিতলে তারা তা দিয়ে ঠিক কে কী করতে চান সেকথাই জানিয়েছেন।

লেখক অর্জুন সেন জানান, ৭ কোটি টাকা জিতলে তার এয়ার ফোর্স ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর হয়ে খেলার ইচ্ছা রয়েছে তার। পরিচালক সুজিত সরকার রাস্তার কুকুরদের সহায়তাকারী একটা এনজিও মানালি স্ট্রেসকে সাহায্য করার কথা জানিয়েছেন। তবে ৭ কোটি দিয়ে কী করতে চান অভিষেক বচ্চন?

অভিষেক বচ্চন কিছুটা রসিকতা করে বলেন, ‘আমি কৌন বনেগা ক্রোড়পতি র‍্যাপ পার্টি ফান্ডে খেলব।’ তিনি আরও বলেন, ‘যদি আমরা ৭ কোটি টাকা প্রাইজমানি পাই, তাহলে আমি ঘোষণা করছি যে আগামী দুই দিন কোনও শুটিং করব না। আমরা সবাই ছুটি কাটাতে গোয়া যাচ্ছি।’

তার এই কথাতেই সকলে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। এরপরই অভিষেক তার বাবার আইকনিক ‘৭ কোটি'র লাইনটি নকল করে বসেন।’ তার কাণ্ডে অমিতাভসহ সেটে উপস্থিত সকলেই হাসতে শুরু করেন। 

এই মজার মধ্যেই পারিবারিক ঐতিহ্যের কথা ভাগ করে নিয়ে জুনিয়র বচ্চন বলেন, ‘আমার বাড়িতে পরিবারের সকলে একসঙ্গে খেতে বসেন, সে সময় যদি কেউ কোনও প্রশ্ন করেন, তাহলে ছোটরা এভাবেই সম্মিলিতভাবে চিৎকার করে বলেন, ৭ ক্রোড়।’ অভিষেকের এমন কাণ্ড সকলেই তখন হতবাক।

এমআইকে