বাবা শাহরুখ ও বোন সুহানার মতো অভিনয়ে পা দিলেন না শাহরুখপুত্র আরিয়ান খান। বরং প্রথম থেকে যে পরিচালক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন। অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ। 

যা প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। বলিউডে ছেলের ক্যারিয়ার গড়তে এবার এগিয়ে এলেন শাহরুখ ও গৌরী খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে শাহরুখ শেয়ার করলেন এই সুখবর।

শাহরুখ লিখেছেন, ‘আজকের দিনটা খুবই স্পেশাল। কেননা, নতুন এক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই। রেড চিলিসের হাত ধরে আরিয়ান খান নতুন যাত্রা শুরু করল পরিচালক হিসেবে।’ 

অভিনেতার কথায়, ‘আরিয়ানের সিরিজ দেখা যাবে নেটফ্লিক্সে। এখনও এর নাম ঠিক হয়নি। তবে প্রচুর টুইস্ট, প্রচুর ইমোশনে ভরা। আর আরিয়ান এটা মনে করে, শো বিজনেসের থেকে বড় ব্যবসা কিছু হয় না।’

প্রসঙ্গত, মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাকে।

এমআইকে