বড় বাজেটের ছবি আর তারকার সমাগম মানেই যে বক্স অফিসে ছবি সফল এমন নয়। বেশ কিছু এই ধরনের ছবি বাণিজ্যিক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে প্রমাণ করে দিয়েছে এই সূত্র সব সময় কার্যকরী নাও হতে পারে। 

সম্প্রতি বিদ্যা বালানকে এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, ছবির প্রেক্ষাপট এবং নির্মাণের উপর বিষয়টি নির্ভর করছে।

তার কথায়, ‘সব ছবিকে একই গোত্রে ফেলে দিলে ঠিক হবে না। আমরা এটা কখনোই বলতে পারি না যে তারকাখচিত ছবি মানেই বক্স অফিসে অসফল। এমন অনেক ছবি রয়েছে, একাধিক বড় তারকা থাকা সত্ত্বেও ছবি সফল।’ 

উদাহরণস্বরূপ, ‘স্ত্রী টু’, ‘সিংহম আগেন’, ‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবির কথা বলেন তিন। অভিনেত্রীর ভাষ্য, ‘কিছু ছবির ক্ষেত্রে অবশ্যই এই সূত্র কাজ করে না। তাছাড়া প্রতিটি ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। এটা দুঃখজনক হলেও মেনে নিতে হবে আমাদের। ছবি ভাল হলে সফল হওয়ার সম্ভাবনা থাকে।’ 

তবে একটি বিষয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন বিদ্যা। কিছু ছবি আদতেই ভাল কিন্তু ছবি বিতরণের (ডিস্ট্রিবিউশন) ক্ষেত্রে গাফিলতি থেকে যায়। ফলে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারে না ছবিটি। 

শুধু তাই নয়, বর্তমানে পুরোনো ছবি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার চল শুরু হয়েছে। এই প্রসঙ্গেও বিদ্যা বলেন, ‘আমার মনে হয় এই উদ্যোগ ভালোই। মানুষদের ফের প্রেক্ষাগৃহমুখী করে তুলছে। এমনিতেই আমাদের প্রেক্ষাগৃহে ছবি দেখার অভ্যাস চলে গেছে।’

এমআইকে