জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নিষাদ হুমায়ূনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে। যেখানে তিনি উল্লেখ করেছেন, বিষণ্নতা খুব ভয়ংকর একটা জিনিস তবে প্রকৃতিতে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়।

নিষাদ হুমায়ূন বলেন, ‘আমরা তখন সত্যিকারের খুশি হতে পারবো যে সময় টাকা, ফোন এসব না চেয়ে প্রকৃতির মাঝে একটু শান্তিতে থাকার চেষ্টা করবো। ফোনের জন্য কোনো শান্তি নেয়।

প্রকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নুহাশ পল্লীতে আসলে আমি অনেক কিছু ভুলে যায়। শহরের মধ্যে অসুবিধাটা হচ্ছে ইন্টারনেট না থাকলে ঘরে বসে কী করবো।’ 

নিষাদের ভাষ্য, ‘এ সুন্দর একটা জায়গার মধ্যে শুধু এই আবহাওয়া এই রোদটা এই বাতাসটা অন্যরকম লাগে। এখানে আসার আগে ডেটা কিনেছি ভাবলাম ইন্টারনেট না থাকলে কী করবো, এখানে আসার পরে ফোন হাতে নেইনি, প্রকৃতির মাঝে রয়েছি।’  

নিষাদ বলেন, ‘আমরা মানুষ হিসেবে এত জিনিস চায় কেন। আমার মাধে-মধ্যে মনে হয় যদি নতুন আইফোনটা থাকতো যদি এয়ারপডস প্রোসহ নতুন গাড়ি থাকতো। কিন্তু এখানে এসে সব ভুলে যায়, মনে করি যে শুধু এ জায়গায় বসে একটা আরাম পাওয়া যায়।’ 

তার কথায়, ‘আমি সাইকো থেরাপিস্ট হতে চাই। ব্যাপারটা হচ্ছে একটা মানুষের যদি বিষণ্নতায় থাকে তবে প্রকৃতির মাঝে থাকলে খুব সাহায্য করতে পারবে উনাকে। বিষণ্নতা খুব ভয়ংকর একটা জিনিস তবে প্রকৃতিতে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়।’

এমআইকে