মহানগর-৩ না আসলে রাজুতে অনশন, কী জবাব দিলেন নির্মাতা?
আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তির দুই বছর পর আসে ‘মহানগর-২’। আশফাক নিপুনের নির্মিত এই ওয়েব সিরিজটির প্রথম পর্বেই ব্যাপক সাড়া ফেলে। এরপর দর্শকদের আগ্রহ জন্মায় ‘মহানগর-২’ এর। তাতে যেন আরও ব্যাপক সাড়া মেলে দর্শকের! দ্বিতীয় পর্বে দুর্দান্ত সাসপেন্স রেখেছিলেন নির্মাতা। মহানগর সিরিজের তৃতীয় কিস্তি যে আসবে, গল্পের শেষটা এমনই ইঙ্গিত দেয়।
তবে মহানগর ৩ আসবে কি আসবে না, সে বিষয়ে এখনও সরাসরি কিছু বলেননি নির্মাতা আশফাক নিপুণ। বলে রাখা ভালো, ‘মহানগর-২’ অমিমাংসিত থেকে যায়। নেপথ্যে, সিরিজের মুখ্য চরিত্র ওসি হারুনকে হত্যা! যে চরিত্রে উপযুক্ত মুখ হয়ে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা মোশাররফ করিম।
বিজ্ঞাপন
এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরিজটির মুখ্য চরিত্র ওসি হারুন খ্যাত মোশাররফ করিম ‘মহানগর-৩’ প্রসঙ্গে কথা বলেন। এ সময়ের মহানগরের ওসি হারুনের মুখে বলতে শোনা যায়, ‘মহানগর-৩ এর বিষয়টি নিপুণই ভালো বলতে পারবে। কিন্তু আমি শুনছি যে এটা হবে।’ যেহেতু গল্পে ওসি হারুনকে হত্যার বিষয়টি চলে আসে, সে প্রসঙ্গে দর্শকের মনে ধোঁয়াশা তৈরি হয়, পরের গল্পে মোশাররফ করিম তথা ওসি হারুন থাকছেন, কি না। এ প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, ‘কিন্তু সেখানে (‘মহানগর-৩’) এ আমি থাকব কি থাকব না, সেটা জানি না।’
আরও পড়ুন
২০২৩ এর ২০ এপ্রিলে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় ‘মহানগর-২’। এরপর কেটে যায় ১৯ মাস! অথচ ‘মহানগর-৩’ আসবে কি আসবে না, তা নিয়ে এখনও স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দর্শকেরা ‘মহানগর-৩’ নিয়ে অধীর আগ্রহে রয়েছেন; সিরিজটির পুরো রহস্য জানতে এখনও মুখিয়ে। তাই তো সিরিজটি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের শোরগোল কম নয়।
সম্প্রতি এক নেটিজেন পোস্ট করেন, ‘আশফাক নিপুন যদি দ্রুত সময়ের মধ্যে মহানগর-৩ রিলিজ না করে, তাহলে রাজুতে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি’।
সেই নেটিজেন পোস্টটি মজার ছলে লিখেছেন বলে বোঝা গেছে। সেটি আবার নিজের টাইমলাইনে ভাগ করে নেন আশফাক নিপুন। নির্মাতার সেই মন্তব্য ঘরে পোস্টটি নিয়ে ভক্তদের সঙ্গে মজাও করেন নিপুন। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, যদি ‘মহানগর-৩’ আসেও, তাহলে দেশের পট পরিবর্তনের প্রেক্ষাপটে আরও চমৎকার কিছু থাকতে পারে সিরিজটিতে; বের হতে পারে অজানা আরও কিছু রহস্য।
নেটিজেনদের কিছু মন্তব্য ছিল এমন, ‘মহানগর-৩ না আসলে বাংলা ব্লকেড কর্মসূচি দিব।’ আরেকজন লেখেন, ‘রাজুতে অনশন, ডাকের অপেক্ষায় আছি।’ আবার কেউ লিখেছেন, ‘একটু সময় নিয়ে করা ভাল, আশা করি এবার বেনজির, ভাত হারুন, বিপ্লবরা থাকবে।’ আরেক নেটিজেন আবার লিখেছেন, ‘রাজপথ ছাড়ি নাই মহানগর-৩ চাই’। রাজুতে অনশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এক নেটিজেন লেখেন, ‘সঠিক সিদ্ধান্ত। এবং অবশ্যই ওসি হারুনকে জীবিত থাকতে হবে’। আরেকজন লিখেছেন, ‘দেশে এই পর্যন্ত যা ঘটে গেছে তাতে শুধু মহানগর-৩ না,৪,৫,৬ ও দাবি করা যায়।’
ওপরের প্রায় প্রতিটি মন্তব্যেই মজার ছলে একটি একটি করে জবাব দেন আশফাক নিপুন। তাতে বোঝা যায়, দর্শক, অনুরাগীদের ব্যাপক আগ্রহে নির্মাতা হিসেবে বেশ আনন্দিত ও অনুপ্রাণিত আশফাক নিপুণ। তবে মহানগর-৩ আসবে কি আসবে না, এ বিষয়ে মুখে কুলুপ ছিল নির্মাতার।
ডিএ