অত্যন্ত স্পষ্টবাদী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অন্যায় দেখলেই তিনি প্রতিবাদ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার টাইমলাইনে একদিকে যেমন দেখা যায় প্রতিবাদী পোস্ট, অন্যদিকে মনের যন্ত্রণাও। 

বাবা-মায়ের মৃত্যুর পর তাদের নিয়ে স্বপ্ন দেখার মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করলেন শ্রীলেখা। বাবা-মা মারা যাবার পরে অনেকটাই একা হয়ে গেছেন শ্রীলেখা।

রাতে ঘুমানোর সময় মাঝে-মধ্যেই হঠাৎ ঘুম ভেঙে যায় তার। এই মুহূর্তে তার মনে হয়েছিল ছুঁয়ে দেখলেন মা-বাবাকে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই পুরোনো বাড়ি, পুরোনো আসবাবপত্র। স্বপ্নটা যখন ভেঙে যায়, খুব কষ্ট হয়।’

এরপর বলেন, ‘স্বপ্নের মধ্যেও মনে হয় এই তো বাবা-মা পাশেই ছিল। পেয়ে গিয়েছি আবার সবাইকে। কোথাও একটা স্বপ্ন আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। হয়ত আমি একটু বেশি ইমোশনাল বলেই এটা বারবার মনে হয়। যখন মন খারাপ লাগে, একাই ওদের সঙ্গে কথা বলি।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘খুব ঘনঘন মা বাবার স্বপ্ন দেখি। স্বপ্ন ভেঙে গেলে খুব কান্না পায়। খুব কাঁদি, কাঁদলে বালিশ ভিজে যায়। ভিজে গেলে খুব কষ্ট হয়। কষ্ট হলে খুব রাগ হয়, রাগ হলে কার কী এসে যায়।’

বাবাকে সবসময় ভীষণ ভাবে অনুভব করেন শ্রীলেখা। তাই স্বপ্ন দেখলেও তার মনে হয়, ওই সময়টুকুই তার বাবা-মা বেঁচে আছেন, ছুঁয়ে দেখতে পাচ্ছেন। 

সেই স্বপ্নটা ভেঙে গেলে কষ্ট হয় তার। তাই একরাশ মন খারাপ নিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘কিছু হলে ছুটে যাওয়ার জায়গা ছিল। গাছের মতো, ছাতার মতো। আজ আর কোথায় পাব সেই শান্তির নীড়।’

এমআইকে