মেয়ের মুসলিম নাম রাখায় কটাক্ষের শিকার রণবীর-দীপিকা
গত সেপ্টেম্বরে বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘর আলো করে আসে তাদের প্রথম কন্যাসন্তান। গেল দীপাবলির মধ্যেই তারা সেই একরত্তির নাম প্রকাশ্যে আনেন। জানান, যেহেতু তাদের মেয়ে তাদের প্রার্থনার ফসল, তাই তার নাম রাখা হয়েছে ‘দুয়া’। আর এতেই চরম কটাক্ষের মুখে পড়েন এই তারকা দম্পতি।
সম্প্রতি দিপাবলি আমেজের মধ্যেই তাদের মেয়ের একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে খুদের মুখ দেখা যাচ্ছে না, শুধু পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। এই ছবি পোস্ট করে দীপিকা জানান, তারা মেয়ের নাম রেখেছেন ‘দুয়া’। এই ঘোষণা করে অভিনেত্রী লেখেন, 'দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হল প্রার্থনা। আর ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তীর্ণ আমাদের মন কানায় কানায় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে- দীপিকা, রণবীর।'
বিজ্ঞাপন
তবে মেয়ের মুসলিম নাম রাখায় বিরক্ত নেটিজেনদের একাংশ। নতুন বাবা মাকে তীব্র ভর্ৎসনা করতে ছাড়েননি তারা। প্রার্থনার বদলে কেন দুয়া রেখেছেন প্রশ্ন তাদের। আর এমন মন্তব্য ভরে গেছে দীপিকার সেই পোস্টে।
আরও পড়ুন
এক ব্যক্তি লেখেন, 'হিন্দু নাম কি কম পড়েছে?' কেউ আবার লেখেন, 'এত মুসলিম প্রীতি কীসের? হিন্দু ভালো লাগে না, উর্দুই পছন্দ?' তৃতীয় ব্যক্তি লেখেন, ' প্রার্থনা রাখলে কী হতো?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'দুয়ার থেকে প্রার্থনা অনেক বেশি সুন্দর। কিংবা দূর্বা রাখতে পারতেন।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'কোনও হিন্দু দেবীর নাম পেলেন না মেয়ের নাম রাখার জন্য?'
আরেক নেটিজেন লেখেন, 'দীপিকাকে ভালো লাগে। কিন্তু উনি মেয়ের নাম যেটা রেখেছেন সেটা একদম ভালো লাগল না।' সপ্তম ব্যক্তি লেখেন, 'বলিউডের লোকজন জেনে বুঝে এটা করেন। সনাতন ধর্মকে ইচ্ছে করে আঘাত করেন। নিজেরা তো দুজনেই হিন্দু তাহলে এই নাম কেন?'
সূত্র : সংবাদ প্রতিদিন
ডিএ