সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত বলিউডের ছবি ‘জিগরা’। ইতোমধ্যে অভিনয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই নায়িকা। আবার বিতর্কের মুখেও পড়েছে ভাসান বালা পরিচালিত এই ছবিটি।

বিতর্কের অভিযোগে শোনা যাচ্ছে, জিগরা'র বক্স অফিস সংগ্রহের হিসাবে রয়েছে নাকি ভুল তথ্য। এছাড়াও ছবির গল্প নাকি নকল করে লেখা হয়েছে।

এদিকে নির্মাতা করণ জোহরের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ ঘটে আলিয়ার। সেই করণের সঙ্গেই এই ছবি যৌথভাবে প্রযোজনা করেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, ৮০ কোটি রুপিতে নির্মিত ‘জিগরা’র সঙ্গে আরও ১০ কোটি রুপি খরচ হয়েছে ছবির প্রচারের জন্য। কিন্তু বক্স অফিসে ভালো ফল না করায় ছবির খরচ ওঠানো নিয়ে আশঙ্কা। যদিও প্রযোজকেরা এই দাবি মানতে রাজি নন।

তবে এই ছবির জন্য ১০ থেকে ১৫ কোটি রুপি নিয়েছেন আলিয়া ভাট। অবশ্য অন্য অভিনেতাদের পারিশ্রমিকের বিষয়টিও পরিষ্কার নয়। 

বক্স অফিসে এই ছবিকে অসফল বলেই ধরে নেওয়া হচ্ছে। ছবি মুক্তির প্রথম দিনে বক্স অফিস সংগ্রহ ছিল ৪.২৫ কোটি রুপি। এর আগে আলিয়ার মুক্তিপ্রাপ্ত প্রতিটি ছবিই প্রথম দিনে বক্স অফিসে এই অঙ্কের তুলনায় বেশি ব্যবসা করেছে। মুক্তির পাঁচ দিন পরে এই ছবির বক্স অফিস সংগ্রহ মোট ১৯.৩৫ কোটি রুপি। যদিও সমালোচক মহলে বরাবরের মতোই আলিয়ার অভিনয় প্রশংসা পেয়েছে।

ডিএ