সম্প্রতি দেশের আলোচিত একটি ঘটনা নিয়ে নির্মিত ওয়েব ফিল্মে কাজ করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। , ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ সদস্য ‘আ ত্ম হ ত্যা’র ঘটনায় এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন ‘পুনর্জন্ম’ নির্মাতা ভিকি জাহেদ।

‘চক্র’ নামের এই ওয়েব ফিল্মে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়েছিলেন ফারিণ। ‘কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে— কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না?’

কেমন অভিজ্ঞতা, সেটাও তুলে ধরেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘আমরা যেখানে বা যেই হাউসে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়। শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যার ব্যাখ্যা আসলে আমরা এখনো পাইনি।’

আরও পড়ুন

নানা বাধা-বিপত্তির পর সম্প্রতি একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘চক্র’। ওয়েব ফিল্মটি মুক্তির পরই শনিবার (১২ অক্টোবর) নিজের ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। 

যেখানে তিনি লিখেছেন, ‘আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দূর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারনাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনও আছর করতে পারে না। আপনি কোন দলে?’

‘চক্র’- ওয়েব ফিল্মে প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

এনএইচ