যে কারণে বছরে দু’বার জন্মদিন পালন করেন অমিতাভ
বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তার অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন বহু প্রজন্মকে। আজও তার অভিনয় দশ গোল দিতে পারে অনেককে। আজ (১১ অক্টোবর) তার জন্মদিন।
সারা বিশ্ব থেকে আসা অগণিত ভক্ত তাকে এক ঝলক দেখার জন্য মুম্বাইয়ের জলসার বাইরে অপেক্ষা করেন বিশেষ দিনটিতেও। কিন্তু, জানেন কি বচ্চন সাহেবের বছরে দু’দিন জন্মদিন পালিত হয়। ১৮৪২ সালের ১১ অক্টোবর, এলাহাবাদে জন্মগ্রহণ করেন অমিতাভ।
বিজ্ঞাপন
সেই দিন প্রতি বছরই ধুমধাম করে জন্মদিন পালন হয়। একইসঙ্গে তার দ্বিতীয় জন্মদিন ২ আগস্ট পালন করেন অনেকেই। এ আবার কেমন কথা। একই মানুষের বছরে দু’বার জন্মদিন হয় নাকি কখনও? কিংবদন্তী অভিনেতা ক্ষেত্রে এমনটি ঘটেছে।
আরও পড়ুন
অভিনেতা ১৯৮২ সালে কুলি-র শুটিংয়ের সময় মারাত্মক আহত হয়েছিলেন। পুনিত ইসারের সঙ্গে একটি দৃশ্যের শুটিংয়ে ঘটনাক্রমে তার পেটে চোট লাগে। যে কারণে অমিতাভ জ্ঞান হারান এবং তড়িঘড়ি অপারেশনের জন্য বেঙ্গালুরুর সেন্ট ফিলোমেনা হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা যায়, কুলির সেটে দুর্ঘটনার পর পেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুপারস্টারকে ক্লিনিক্যালি মৃত বলেও ঘোষণা করা হয়েছিল সেই সময়। কয়েক ঘণ্টা চিকিৎসার পর ২ আগস্ট, ১৮৮২-এ ডাক্তাররা তাকে একটি অ্যাড্রেনালিন ইনজেকশন দিয়েছিলেন এরপর তিনি সুস্থ হয়েছিলেন।
অমিতাভ বচ্চন এবং তার ভক্তেরা এই দিনটিতে অভিনেতার দ্বিতীয় জন্মদিন উদযাপন করেন। এমনকি, দুর্ঘটনার পরে কুলির ক্লাইম্যাক্সও পরিবর্তন করা হয়েছিল বলে শোনা যায়। অনেকে অমিতাভের এই ঘটনাকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সঙ্গে তুলনা করেছেন। সকলের প্রার্থনায় তিনি ফিরে আসায় এমন আয়োজন।
এমআইকে