প্রেম করে বিয়ে করলে বয়স কমে!
বছর ঘুরে আবারও চলে এসেছে হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে ওপার বাংলার তারকারা যেন ব্যাপক উচ্ছ্বসিত। খল অভিনেতা আশিস বিদ্যার্থীও উপভোগ করছেন এই উদ্যাপন। পূজার সময়টা কেমন কাটে অভিনেতার, তা জানালেন সম্প্রতি।
ভারতীয় এক গণমাধ্যমে আশিস জানালেন, একটা সময় ছিল, তখন পূজা আসলেই প্রচুর ঢাক বাজাতেন অভিনেতা। আর ভোগ রান্নার সময় হাতা-খুন্তি নিয়ে দাঁড়িয়ে পড়তেন। গল্পে গল্পে নিজের প্রেম জীবন নিয়েও কথা বলেন অভিনেতা।
বিজ্ঞাপন
এই মুহূর্তে স্ত্রীকে সঙ্গে নিয়ে মুম্বাইতে পূজা উদ্যাপন করছেন আশিস বিদ্যার্থী। এরপর ঘুরবেন দেশের বিভিন্ন প্রান্তে। অভিনেতার কথায়, ‘বিয়ের পর মুম্বাইয়ে আমাদের প্রথম পূজা। পঞ্চমী থেকে উদযাপনে মেতেছি। ওই দিন আমরা পশ্চিম মালাডের ‘ভূমি পার্ক দুর্গোৎসব’ উদ্বোধন করলাম। অনেক দিন পরে ধুনুচি নাচ নেচে দিল খুশ! প্রত্যেক বছর অবশ্য এই পূজায় আমি থাকি। এ বছর বাড়তি আনন্দ, কারণ আমার পাশে রুপালি। এক চালার দুর্গা প্রতিমা দেখে সে খুব খুশি। আমি খুশি এই পূজার হাত ধরে ছেলেবেলা ফিরে পাওয়ায়।’
আরও পড়ুন
পূজায় দেবীর ভোগে রান্না করতেন আশিস। তবে সেটা বহু আগে। বললেন, ‘মনে পড়ে, কলেজ সেরেই পূজা মণ্ডপে ছুটতাম। খুব ঢাক বাজাতাম। পর্দা টাঙিয়ে সিনেমা দেখানো হত। জানেন, আমিও রান্নায় হাত লাগাতাম। যে দিন ভোগ রান্না হত, সেদিন সকালে হাতা-খুন্তি নিয়ে চলে যেতাম নির্দিষ্ট স্থানে। খিচুড়ি, লাবড়ায় মিশে যেত হাসি-ঠাট্টার পাঁচফোড়ন। রান্না আরও সুস্বাদু হত।’
পূজার সময় গাড়ি ভাড়া করে শহর ঘুরতেন এই খল অভিনেতা। কিন্তু রয়েছে একটা বড় আক্ষেপ। সেই স্মৃতি টেনে অভিনেতা বললেন, ‘প্রায় প্রত্যেক দিন বড় গাড়ি ভাড়া করে সারা শহর চষে ফেলতাম। কপাল খারাপ, একটা প্রেম আসেনি জীবনে! কী করে হবে? দিল্লিতে পাড়া কালচার। সবার নজরেই বেলা কেটে গেল! পূজায় প্রেম হলই না। অভিনেতা এও বলেন, সেই অভাব এ বছর মিটিয়ে নিচ্ছি। ষষ্ঠীতেও আমি আর রুপালি মু্ম্বাইয়ে থাকব। সপ্তমী থেকে দেশভ্রমণ শুরু। রুপালি খুব আনন্দে রয়েছে। প্রেম করে বিয়ে করলে বয়সটা যেন পিছু হাঁটতে থাকে। এ বছরের পূজায় সেটাই বুঝিয়ে দিল।’
ডিএ