অভিনেতা মিঠুন চক্রবর্তী। একের পর এক হিট ছবি দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জীবন যাত্রায় ভক্তদের থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। পদ্মভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। 

তার ৪৮ বছরের অভিনয় যাত্রাকে স্বীকৃতি জানিয়ে এবার মিঠুন চক্রবর্তীকে দেওয়া হচ্ছে দাদাসাহেব ফালকে পুরস্কার। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডলে একথা জানান। তখন কলকাতায় মিঠুন বাংলা সিনেমার শুটিং করছেন। খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। 

এদিন সাংবাদিক বৈঠকে মমতার শুভেচ্ছা পেয়েছেন কি না জানতে চাওয়া হলে মিঠুন বলেন, ‘না, উনি কেন করবেন?’ কেন করবেন না জিজ্ঞাসা করায় তার উত্তর, ‘আমি তো বিরোধী দল করি।’ 

তখন সাংবাদিকরা তাকে বলেন, ‘আপনি তো এই রাজ্যের, একজন বাঙালি।’ যা শুনে মিঠুন বলেন, ‘আমার মনে হয় না উনি ওটা অনুভব করেন। আমি ওতে জড়াতে চাই না। ফোন করা না করা ব্যক্তিগত ব্যাপার।’

দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ায় মিঠুনকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।’

প্রসঙ্গত, এক সময় তৃণমূলের টিকিটে রাজ্য সভার সাংসদ ছিলেন মিঠুন, পরে পদত্যাগ করেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। চলতি বছরে লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থীদের হয়ে রাজ্যে প্রচার করেছেন তিনি।

এমআইকে