ভারতের বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের এই সংসদ সদস্যকে নেয় হরহামেশাই কটাক্ষ করে পোস্ট দেন কঙ্গনা রানাওয়াত। কখনও ‘পাপ্পু’ আবার কখনও বা তার জাত-ধর্ম নিয়ে খোলাখুলি আক্রমণাত্মক পোস্ট করেন বিজেপির তারকা সাংসদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফকে প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী, এদের মধ্যে কাকে সাহসী রাজনীতিক? কিংবা কে দেশকে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মনে হয়? এই প্রশ্নের উত্তরেই সইফ রাহুল গান্ধীর নাম বলেন।

রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে তার প্রশংসা করলেন অভিনেতা সাইফ আলি খান। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি, কেজরিওয়াল বা রাহুল গান্ধী, এরা প্রত্যেকেই সাহসী রাজনীতিক। তবে আমার মনে হয় রাহুল গান্ধী যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়।’

 

সাইফের ভাষ্য, ‘একটা সময়ে মানুষ ওর নানা মন্তব্য কিংবা কাজ নিয়ে অসম্মান করে অনেক কটাক্ষ করেছে, তবে রাহুল যেভাবে কঠোর পরিশ্রম করে সেগুলোর পালটা জবাব দিয়েছেন, সেটা ভীষণ ইন্টারেস্টিং।’ 

কংগ্রেস নেতাকে নিয়ে সাইফ আলি খানের এমন মন্তব্য আপাতত এক্স হ্যান্ডেলে চর্চার শিরোনামে। দ্রুত গতিতে ভাইরাল হয়েছে ওই ভিডিও। নেটপাড়ার একাংশের মন্তব্য, ‘এটা রাহুল গান্ধীর হয়ে তারকা প্রচার।’

পলিটিক্যাল থ্রিলার ‘তাণ্ডব’ সিরিজে যখন প্রধানমন্ত্রী পদের উত্তরসূরির ভূমিকায় অভিনয় করেছিলেন সাইফ আলি খান, তখন অনেকেই তার অভিনীত চরিত্রের সঙ্গে রাহুল গান্ধীর মিল খুঁজে পেয়েছিলেন। তবে সে প্রসঙ্গে কোনও দিন খোলাখুলি কথা বলেননি এ অভিনেতা।

এমআইকে